মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের আওতায় জোরারগঞ্জ ও ওচমানপুর ইউনিয়নের ৪০ নারীকে বেসিক আইটি/আইসিটি বিষয়ে প্রশিণ প্রদান সম্পন্ন হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সম্মতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের তত্ত্বাবধানে এবং বেইজ লিমিটেডের ব্যবস্থাপনায় ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিণ শেষে মঙ্গলবার প্রশিনার্থীদের মাঝে সনদপত্র ও উৎসাহ ভাতা তুলে দেয়া হয়। ওচমানপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রোগ্রামের ট্রেনিং কো-অর্ডিনেটর আব্দুস সালামের সঞ্চালনায় ও সহকারি কমিশনার (ভূমি) ফজলে এলাহী ওলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী, চেয়ারম্যান মোজাম্মেল হক, প্রধান শিক মোঃ সানাউল্ল্যাহ, উপজেলা আ.লীগ সদস্য লিয়াকত আলী, ট্রেনিং কো-অর্ডিনেটর আসাদুজ্জামান প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। আর নারীর মতায়নের েেত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিণ তথা কম্পিউটার প্রশিণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।