মীরসরাইয়ের হিঙ্গুলীতে সংখ্যালঘুর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরের সব আসবারপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ১৫লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ী ধ্রুব বণিক। রবিবার (২৫ জানুয়ারি) রাত দেড়টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের বণিক বাড়িতে এঘটনা ঘটে। পরে ফেনী থেকে ফায়ার সাভির্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছেন বলে দাবী করেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্থ ধ্রুব বণিক জানায়, ঘটনার দিন রাত আনুমানিক দেড়টায় কয়েকজন দুর্বৃত্ত এসে ঘরের দরজা ধাক্কা দেয়। এসময় তিনি কে কে বলে চিৎকার করেন। ঘরের ভেতর লোকজনের শব্দ শুনে দুর্বৃত্তরা বাইরে পেট্রোল ঢেলে তাৎক্ষণিক আগুন লাগিয়ে পালিয়ে যায়। সাথে সাথে লেলিহান শিখা ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে মুহুর্তে। তৎক্ষনাৎ পরিবারের সদস্যরা বেরিয়ে এসে প্রাণ বাঁচায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। তবে এর আগে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি নাশকতা নাকি দূর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
সংখ্যালঘুর বাড়িতে দূর্বৃত্তের আগুনের ঘটনায় নিন্দা জানিয়েছেন মীরসরাই পূজা উদ্যাপন পরিষদ, মীরসরাই হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নের্তৃবৃন্দ।