Sunday, February 16Welcome khabarica24 Online

মীরসরাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

নিজস্ব প্রতিনিধি ॥
অখিল অধিশ^র ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সোমবার (১৪ আগষ্ট) সকাল ১১টায় মীরসরাইয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মীরসরাইয়ের জোরারগঞ্জে দেওয়ানপুর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসক্ন) এর উদ্যোগে সকাল ৯টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এরপর মীরসরাই জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে মিঠাছরা মহামায়া মন্দির থেকে সকাল ১১টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে মীরসরাই কেন্দ্রীয় জগদ্বীশ^রী কালী মন্দিরে গিয়ে শেষ হয়। পরে জগদ্বীশ^রী কালী বাড়ি কমিটির সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভির সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন মীরসরাই সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই পৌরমেয়র এম গিয়াস উদ্দিন, মীরসরাই পূজা উদ্যাপন পরিষদ সভাপতি উত্তম কুমার শর্মা, মীরসরাই জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, গীতা শিক্ষা কমিটির সভাপতি প্রিয়তোষ নাথ, প্রবীণ সাংবাদিক নীরদ বরণ মন্ডল, পূজা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আশিষ দাশ, গোপী দাশ, বুলবুল ধর প্রমুখ। মঙ্গল শোভাযাত্রায় প্রায় অর্ধশতাধিক বিভিন্ন মঠ, মন্দির ও ধর্মীয় সংগঠনের শত শত নরনারী অংশগ্রহন করে।


অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র যুব ঐক্য পরিষদ, জাগো হিন্দু পরিষদ, করেরহাট বীনাপাণি সংগঠন, পাতাকোট সৎ সংঘ (পাসস), পূর্ব গোভানীয়া গীতা সংঘ, উত্তর তালবাড়ীয়া গীতা সংঘ, জ্যোতিশ^র গীতা সংঘ, চরশরৎ রাধা গৌবিন্দ সেবাশ্রম, ইছাখালী ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদ, পূর্ব গোভনীয়া মাতৃ মন্দিও, মসজিদিয়া পূজা উদ্যাপন পরিষদ, গীতাঞ্জলী গীতা সংঘ, সাতবাড়ীয়া চন্ডি মন্দির, ছোটকমলদহ লোকনাথ আশ্রম, গাছবাড়ীয়া পূজা কমিটি, নিজামপুর সৎ সংঘ, জাফরাবাদ নিমাই ধর গীতা গৌবিন্দ মন্দির, পরাগলপুর রাধাকৃষ্ণ সেবাশ্রম, শ্রীশ্রী গৌরনিতাই নামহট্ট সংঘ (ইসকন), দক্ষিণ গোভনীয়া রাধামাধব জিউর মন্দির, আবুতোরাব জগন্নাথ ধাম, পশ্চিম অলিনগর শ্রীশ্রী গীতা সংঘ, ছত্তরূয়া পাল পাড়া গীতা সংঘ, গোবিন্দপুর নবজাগরণ গীতা সংঘ, শুভপুর কালী সংঘ, কৃষ্ণ সারথী ফোরাম, করেরহাট বীনাপাণি সংগঠন, মধ্যম তালবাড়িয়া গীতা সংঘ, কাটাছরা লোকনাথ সংঘ, নাহেরপুর নতুন আলো সংঘ, নিজামপুর সৎসংঘ, দুর্গাপুর সিদ্বেশ^রী কালী মন্দির, উত্তর দূর্গাপুর ধ্রুব সংঘ, মিঠানালা রামকৃষ্ণ সমিতি, হিঙ্গুলী পল্লী উন্নয়ন সংঘ, মিঠানালা রাধাকৃষ্ণ মন্দির, আবুতোরাব গীতা সংঘ, সোনাপাহাড় সনাতনী যুব সংঘ, নন্দীগ্রাম পূজা কমিটি, কালিরহাট শ্যামাকালী মন্দির, মিঠানালা জাগো সনাতন সংঘের শত শত নরনারী মহাশোভাযাত্রায় অংশগ্রহণ করে।