শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিসর্গ এর উদ্যোগে দুবাই প্রবাসী মাজহার উল্লাহ মিয়ার সৌজন্যে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় জোরারগঞ্জে ১০০ জন শীতার্ত ও প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মীরসরাই বিশ^বিদ্যালয়ের কলেজের উপাধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই বিশ^বিদ্যালয়ের কলেজের সভাপতি ডাঃ জামশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুব পলাশ, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং সাইফুল আলম, যাত্রামোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার সূত্রধর, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল সেন, ডা. সুমন ঘোষ পল্লব, ইসলামী ব্যাংক জোরারগঞ্জ আউটলেটের ইনচার্জ ছানা উল্ল্যাহ নিজামী, সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন, সিনিয়র শিক্ষিকা কেয়া চক্রবর্তী, মেজবা উল আলম বাবুল, আরো উপস্থিত ছিলেন প্রতাপ বণিক রানা, মিনহাজ নজরুল, কৃষ্ণ পাল, অজিত দাশ, মতিলাল দাশ (বিপ্লব) প্রমুখ।