নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন মীরসরাই উপজেলা শাখার কর্মরত তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। গতকাল (১৩ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় উপজেলার মীরসরাই ডিগ্রী কলেজের হল রুমে মীরসরাই উপজেলা কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক মোঃ ইউছুপের সভাপতিত্বে এবং বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আক্কাস মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকশিস চট্টগ্রাম জেলার সহ-সভাপতি এবং মীরসরাই ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি ফজলুল করিম, চট্টগ্রাম জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম, কমরআলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, রশিদ আরিফুল ইসলাম, আবদুস সালাম, আবু তাহের, রতন কুমার, খোকন প্রমুখ।
প্রধান অতিথি উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী বলেন, শিক্ষা জাতীয়করণ সহ কর্মচারীদের ন্যায্য দাবী গুলো মেনে নেওয়ার জন্য নেওয়ার জন্য সরকারের প্রতি দাবী পুরণ এবং বাস্তবায়ন সহ সংগঠনের নেতৃবৃন্দ তাদের চাকুরী মেয়াদ বৃদ্ধি, কর্মরত তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষ থেকে ১জনকে পরিচালনা কমিটিতে অর্ন্তভুক্ত করার এবং সরকারের বাজেট প্রজ্ঞাপন জারির ৪ বছর পরও তা বাস্তবায়ন না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।