নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৬টি পুজা মন্ডপের নেতৃবৃন্দকে নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয়া দূর্গাপুজা উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবিরের সভাপতিত্বে ও মাস্টার সুভাষ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মীরসরাই-জোরারগঞ্জ থানার সার্কেলের এএসপি মাহবুবুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, জেলা আওয়ামীলীগ নেতা কালু কুমার দে, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্ম্মা, সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজীব, চেয়ারম্যানগন যথাক্রমে মকসুদ আহম্মদ চৌধুরী, নাছির উদ্দিন হারুন, নুরুল মোস্তফা, আবু সুফিয়ান বিপ্লব, জোরারগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি জহির উদ্দিন ইরান, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ প্রমুখ। সভায় জোরারগঞ্জ থানাধীন ৪৬টি পুজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।