Monday, February 10Welcome khabarica24 Online

মীরসরাইয়ে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১১তম শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন ও মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৩টি কেন্দ্রে একযোগে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণির ১৯৮৭ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে।
এতে পরীক্ষার হল পরিদর্শন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন, কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, অধ্যক্ষ নুরুল আবছার, সাবেক অধ্যক্ষ কামরুল ইসলাম, শান্তিনীড় উপদেষ্ঠা মীর্জা জসীম উদ্দিন, লায়ন তাহের আহম্মদ, অধ্যাপক সুনীল কান্তি নাথ, সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, শিক্ষক এনামুল হক, সহকারী প্রধান সুভাষ সরকার, লায়ন সাইফুল ইসলাম টুটুল, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালক করে মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার।
শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল জানান, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি অনুষ্ঠিত হয়ে আসছে। তিনি সুষ্টু ভাবে পরীক্ষা সম্পন্ন হওয়া শান্তিনীড়ের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান।