শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে লক্ষাধিক মাস্ক ও লিপলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে সাধারণ মানুষের মাঝে ১ লাখ ১৫ হাজার পিস মাস্ক ও প্রচারপত্র বিতরণ করছে লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাই।
লায়ন্স এমডিএম মহিউদ্দিন চৌধুরীর সৌজন্যে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় উক্ত মাক্স ও প্রচারপত্র উপজেলার বিভিন্ন স্থানে বিতরণ করবে সংগঠনের মাঝে বিতরণ করবে উপজেলা প্রশাসন, প্রেস ক্লাব, থানা ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার ( ২৫ মার্চ) বিকাল ৫টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব উপকরণ বিতরণ করেন মীরসরাই এসোসিয়েশন এর সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মেদ, লায়নস কাব চিটাগাং এর পরিচালক এজেড এম সাইফুল ইসলাম টুটুল, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি লায়ন মাহবুবুর রহমান পলাশ, সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি লায়ন আশরাফ উদ্দিন সোহেল প্রমুখ।
লায়নস কাব চিটাগাং এর পরিচালক এজেড এম সাইফুল ইসলাম টুটুল জানান, আমরা এ পর্যায়ে ১ লাখ ১৫ হাজার পিস মাস্ক ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিপলেট বিতরণ করছি। উপজেলা প্রশাসন, মীরসরাই ও জোরারগঞ্জ থানা, মীরসরাই প্রেসক্লাবসহ ১শটির মত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আমরা আরো বেশ কিছু উপকরণ বিতরণ এর উদ্যোগ রয়েছে।