Monday, February 10Welcome khabarica24 Online

মীরসরাইয়ে যুগান্তরের ১৯ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ


নিজস্ব প্রতিনিধি :: দৈনিক যুগান্তরের ১৯ বছর পূর্তি উপলক্ষে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু হয়ে মীরসরাই পৌর বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে। ভাষার মাসের প্রথম দিন ১ ফেব্রুয়ারী (বৃহস্প্রতিবার) সকাল ১০টায় শুরু উক্ত বর্ণাঢ্য র‌্যালী শেষে মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক নাছির উদ্দিনের সভাপতিত্বে ও উপদেষ্টা কবি এবং সাংবাদিক মাহবুব পলাশের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নুরুল আবছার। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন অধ্যাপক ইকবাল হোসেন, কলেজ শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, শিল্পী ও লেখক রণজিত ধর, শিল্পী নুরুল ইসলাম, ডাঃ নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সাংবাদিক আমিনুল হক, রাজিব মজুমদার, আনোয়ারুল হক নিজামী, স্বজন উপজেলা শাখার সাধারন সম্পাদক রিপন গোপ পিন্টু, আব্দুল মান্নান রানা, ইমাম হোসাইন, সানোয়ার ইসলাম রনি, তৌহিদুল ইসলাম প্রমুখ। র‌্যালীতে মিরসরাই স্বজন সমাবেশ উপজেলা ও কলেজ শাখার স্বজন বন্ধুদের মধ্যে পল্লী বধু সাজে অংশগ্রহন করে সমাদৃত হয় বৈশাখী চক্রবর্তি, ঐশ্বরী, মিতু, নিপা, রীপা ও পিংকী।