নিজস্ব প্রতিনিধি॥
মীরসরাইয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও দুজন আহত হয়। গত মঙ্গলবার (২0 জুন) রাত সাড়ে ১০টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর প্রান্তে মিডিয়ান গ্যাপের পূর্ব পাশে এঘটনা ঘটে। জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বারইয়ারহাট কলেজ রোড়ের রহমান টেলিকমের মালিক সবুজ ও নুরুল আলম মিশু মোটর সাইকেলে করে বাড়ী ফিরছিলেন। এসময় সড়কের মিডিয়ান গ্যাপে বিপরীত দিক থেকে আসা মোশারফের মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সবুজ (২৫) নিহত হয়। সবুজের বাড়ী ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায়। অপরদিকে মোশারফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। নিহত মোশারফের বাড়ী ফেনী সদরে। তার বাবার নাম কালা মিয়া। এঘটনায় দুই মোটরসাইকেলে থাকা দুই আরোহী মিশু ও আলী হোসেন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। জোরারগঞ্জ থানার এসআই আবুল খায়েল বলেন, ঘটনাস্থল থেকে মােটরসাইকেল ২টি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহত সবুজের মোটর বাইকটি উল্টোপথে যাচ্ছিল। নিহতদের স্বজনরা হাসপাতাল থেকে লাশ বাড়ী নিয়ে গেছে। আহতদের চিকিৎসা চলছে