নিজস্ব প্রতিনিধি ঃ
“মীরসরাইয়ে মুক্তিযুদ্ধ ও আওয়ামীলীগের ইতিহাসের যাদুঘর নির্মাণ করা হবে।” সোমবার ২৩ ডিসেম্বর জেরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে মীরসরাইয়ে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ উদ্বোধন কালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘উক্ত যাদুঘরে মুক্তিযুদ্ধকালীন সময়ে, মুক্তিযুদ্ধে এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত সকল সরঞ্জামগুলো প্রদর্শন করা হবে। যাতেকরে প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। এছাড়াও আসন্ন জানুয়ারী থেকে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশত বার্ষিকী উৎযাপন করা হবে।’
মেলাউদযাপন কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আবুল হাশিমের সভাপতিত্বে সুভাষ সরকার এবং আনোয়ার হোসেন ইমন ও মানারত চৌধুরী বাবু’র যৌথ সঞ্চালনায় মেলার শুভ উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শেখ আতাউর রহমান, মহাকবি কাইয়ুম নিজামী, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক উত্তরজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ রাশেদ, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অধ্যাপক বেনুকুমার দে, মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব রেজাউল করিম হুমায়ুন, সমন্বয়কারী মকছুদ আহমদ চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি শ্যামল দেওয়ানজী, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু। এছাড়াও মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়মীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।