নিজস্ব সংবাদদাতা ঃ
মীরসরাই উপজেলায় মীনা দিবস পালন করা হয়। মিনা দিবস উপলক্ষে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১২টায় “মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে” এই স্লোগানকে সামনে রেখে মীরসরাই উপজেলা থেকে একটি র্যালী বের হয়ে মীরসরাইয়ের প্রদান প্রদান সড়ক প্রদর্শন করে আবার উপজেলায় গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত মীনা দিবসে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, মীরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মীরসরাই বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সহ প্রমুখ।