শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ৯৮ তম শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লি: এর ৯৮ তম শাখার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার আবুতোরাব বাজারের ভুঁইয়া টাওয়ারে শাখার উদ্বোধন করা হয়।
ব্যাংক কর্মকর্তা সামি-আল-হাফিজের সঞ্চালনায় ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান খোরশেদ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিফটন গ্রুপের এমডি জালাল উদ্দিন চৌধুরী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো: হাশেম চৌধুরী, ডিএমডি জাকির হোসাইন, ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির নিজামী, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, আবু তোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌ: কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আবছার, সাবেক চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী, হালদা গ্রুপের চেয়ারম্যান সরওয়ার আলমগীর, ব্যবসায়ী নজরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে ব্যাংকের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। সবশেষে ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।