Monday, February 10Welcome khabarica24 Online

মীরসরাইয়ে মায়ানীতে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

a21c348c-09d2-4d8e-b30f-b613d6f5f6bc

 

মীরসরাইয়ে পশ্চিম মায়ানী একটি জনবহুল গ্রাম।  বিকাল ৪ ঘটিকা পশ্চিম মায়ানী মাঝি পাাড়া বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয় । এই বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে এস এম গোলাম সরোয়ার এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি জিতন্দ প্রষাদ নাথ মন্টু । এতে আরো উপস্থিত ছিলেন পল্লি বিদ্যুৎ সমিতি -৩ জেনারেল মেনাজার এমাজ উদ্দিন সর্দার, পল্লি বিদ্যুৎ সমিতি -৩ পরিচালক দেলওয়ার হোসেন ও ইউপি সদস্যসহ উপজেলার ও ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ নং মায়ানীর ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী।
কবির আহম্মদ নিজামী  বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন ২০২১ অনুযায়ী ২০১৮ সালে মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার এই সরকারের লক্ষ্য । সে লক্ষ্যেকে সামনে রেখে মীরসরাই এর সাংসদ সমগ্র চট্রলার কিংবদন্তী বর্তমান সরকারের মাননীয় গৃহায়ন ও গণপুত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপির ঐকান্তিক প্রচেষ্টায় সমগ্র মীরসরাই সহ মায়ানী আজ বিদ্যুৎ এসেছে। তিনি আরো বলেন, কাল থেকে মায়ানীতে জনে জনে জিঙ্গেস করে বেড়াতে হবে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ।
আর এই বিদ্যুৎ সংযোগ এর মাধ্যমে ৩.৫ কি.মি লাইন সহ ২২৫ জন গ্রাহক বিদ্যুৎ সংযোগের আওতায় আসে।