শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে মাদকসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিনিধি ঃ

মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট থেকে মাদকসহ ৩ জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ বোতল বিদেশী হুইস্কি এবং ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শুক্রবার ১৬ আগস্ট রাত ১টার সময় বারইয়ারহাট বাজারের অলংকার হোটেলের সামনে রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম ইউনিয়নের ধুম গ্রামের আবুল বশরের ছেলে খালেদ প্রকাশ সবুজ (৩২), নাহের পুর গ্রামের হাজী কোব্বাত আহমদ চৌধুরী বাড়ীর মৃত গিয়াস উদ্দিনের ছেলে সালেহ জহুর (৩২) এবং পূর্ব হিঙ্গুলী গ্রামের মকরম আলী ভূঁইয়া বাড়ীর মো. ইলিয়াছের ছেলে বেলায়েত হোসেন (৩২)। এ বিষয়ে মাদকসহ আসমাীদের গ্রেফতারকারী এবং মামলার বাদী জোরারগঞ্জ থানার এএসআই শওকত আলী জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট বাজারের অলংকার হোটেলের সামনে রাস্তার উপর থেকে ৩ জনকে আটক করা হয়। এসময় তাদের দেহে ও হাত ব্যাগে থাকা ২টি ফেন্সিডিল এবং ৪ বোতল বিদেশী হুইস্কি জব্দ করা হয়। পরে থানা হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।