সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ দোকান পুড়ে ছাই : অর্ধকোটি টাকার ক্ষতি

mirsarai pic 07
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে ভয়াবহ এক অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে । এতে মোটর পার্টসের মালামাল, কাঠের তৈরি ফার্ণিচার, ও অন্যান্য মালামালসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। শনিবার (৭ মার্চ) ভোর সাড়ে ৪ টার সময় মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪ টার সময় করেরহাট বাজারের ইরানী মার্কেটের মা মেটাল ওয়ার্কস এর (লক্ষনের গ্রিল দোকান) ইলেকট্রিক দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে একই মার্কেটের আরো ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে মোটর পার্টস, ফার্ণিচার, প্রায় ৩০০ ফুট কাঠসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা। আগুনে একই মার্কেটের শিমুল ফার্ণিচার, সায়েদ ষ্টোর, পলাশ ওয়ার্কশপ, পারভেজ মোটর ওয়ার্কস, নবী মোটর ওয়ার্কস, মনসুর মোটর্স, বেলাল ওয়ার্কশপ, মিজান অটো পার্টস, দুলাল ওয়ার্কশপ, মা মেটাল হাউজ, মাষ্টার চা ষ্টোর, বিছমিল্লাহ ফার্ণিচারের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুন লাগার দীর্ঘ সময় পর মীরসরাইয়ের পার্শ¦বর্তী ফেনীর ছাগলনাইয়া থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসায় উত্তেজিত জনতা ফায়ার সার্ভিস কর্মীদের উপর ক্ষীপ্ত হয়ে উঠে। স্থানীয়দের দাবি ফায়ার সার্ভিস কর্মীরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো। এ বিষয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহমুদুল হক বলেন, আমরা দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।