নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে তুলবাড়িয়া ধর্মচক্র বৌদ্ধ বিহারের নবরূপায়ন কল্পে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ তুলাবাড়িয়া গ্রামে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় শিল্পপতি মনোজ বড়–য়া টিটু। এ উপলক্ষে গ্রামবাসীর উদ্যোগে সংঘদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিজামপুর বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমৎ প্রিয়ানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিজামপুর বৌদ্ধ ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি শ্রীমৎ জিনালংকার মহাস্থবির, প্রিয়বংশ মহাস্থবির, ভূমিদাতা নীহার রঞ্জন বড়–য়া প্রমুখ।