তিলক বড়ুয়া : মীরসরাইয়ে প্রচণ্ড দাবদাহে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে উল্লেখযোগ্য হারে উপজেলার সরকারী-বেসরকারী হাসপাতালগুলোতে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে যাদের মধ্যে শিশুরাই বেশী। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, প্রায় প্রতি ঘরেই ডায়রিয়ায় আক্রান্ত রোগী রয়েছে যারা বিগত দুই-এক দিন ধরে ডায়রিয়ায় ভুগছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম. তবারক উল্লাহ চৌধুরী জানান, ডায়রিয়ার প্রকোপ বেড়েছে ঠিক তবে তা এখনো উল্লেখ করার মতো নয়। এ পর্যন্ত কতজন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘না দেখে এখনো বলা ঠিক যাচ্ছে না।’ ডায়রিয়ায় শিশুদের আক্রান্ত হওয়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘বয়স্কদের তুলনায় শিশুরা একটু অনিয়ন্ত্রিত জীবন যাপন করে। আর গরমে সুপেয় পানির একটু সংকট হয়। তাই বর্ষার শুরুতে ডায়রিয়ায় আক্রান্তের হার বেড়ে যায়।’ তিনি সাধারণ জনগণের প্রতি বিশুদ্ধ পানি পান করারও পরামর্শ দেন।