Monday, February 10Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বেসরকারী শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ॥
বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণ, ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পুর্নাঙ্গ উৎসবভাতা প্রদান ও অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে বুধবার (১২ জুলাই) সকাল ১১ টা মীরসরাই উপজেলা পরিষদ চত্ত্বরে বেসরকারী শিক্ষক সমিতি মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শিক সমিতির সভাপতি আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ছাদেকের সভাপতিত্বে এবং শিক মোঃ মীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক সমিতির আঞ্চলিক কমিটির সহ- সভাপতি সরকার হাট এন আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল মোস্তাফা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির উত্তর জেলার সাধারণ সম্পাদক কমল ভৌমিক, উত্তরজেলার সাংগঠনিক সম্পাদক জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক এনামুল হক, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া, শিক্ষক নেতা সবুজ হোসাইন, নিজাম উদ্দিন ভূঁইয়া, মহিউদ্দিন ওসমানী, দিদারুল আলম প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বেসরকারী মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সহ চাকুরি জাতীয়করণ করতে হবে। যত দিন জাতীয়করণ হচ্ছে না তত দিন পর্যন্ত আইন সম্মত সব দাবী পূরন করতে হবে। বক্তারা আরো বলেন বেসরকারি শিক্ষকরা সরকার থেকে ১০০ % বেতন পেয়ে থাকেন তাই সরকারি শিকদের মত প্রতি বছর ৫% হারে প্রবৃদ্ধি অবিলম্বে প্রদান করতে হবে। সাথে সাথে বৈশাখীভাতা, পূর্নাঙ্গ উৎসব বোনাস সম্মানজনক বাড়ী ভাড়া প্রদান করতে হবে। এই সব দাবী পূরণ না করে উল্টো অবসর ও কল্যাণের নামে বেতন থেকে অতিরিক্ত ৪% কেটে সিদ্ধান্ত অযৌক্তিক ও অন্যায়। এই সিদ্ধান্ত প্রত্যহার করা না হলে বাংলাদেশে সব শিকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে এবং ৪% কর্তনের ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের আইন আশ্রয় গ্রহন করার জন্য অনুরোধ জানান সভায় বক্তারা। সভায় জানানো হয় কেন্দ্রীয় কর্মসূচি আলোকে ২৬ জুলাই শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম বিরতি পালন করা হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে সে দিন কর্মবিরতি পালন করা অনুরোধ জানানো হয় ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে সমাপ্তি ঘোষনা করা হয়।