নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ৩১শে মে- বৃহস্পতিবার বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (Wprld Humanity Revolution) মীরসরাই উপজেলা এর উদ্যোগে চৈতন্যেরহাট শামসুল হুদা শপিং সেন্টারের ছাদে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়।
শরীফুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্রিয় নেতা আল্লামা শাহ আবু আরেফ সারতাজ, আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেন,মাওঃ জামশেদ আলম, জনাব রেজাউল করিম, আব্দুর রহমান সুমন, মাওঃ সিরাজ মিয়াজী, সাইদুল ইসলাম সজিব, ছাইফুর রহমান আজাদ, প্রমুখ।
বক্তাগণ বলেন মিল্লাত- মানবতার মুক্তির লক্ষ্যে আল্লামা ইমাম হায়াত এর দিশা দর্শনের বিকল্প নেই।