Sunday, January 19Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বিনির্মাণ- ছাত্র সংগঠনের উদ্যোগে এবং সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দীনের সার্বিক সহযোগিতায় স্বল্পমূল্যে কাঁচা বাজার সরবরাহ করা হয়।

বিশেষ প্রতিনিধি-

১১ নভেম্বর সোমবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মীরসরাই ফুটওভারব্রিজের নিচে স্বল্পমূল্যে কাঁচা বাজার সরবরাহ করা হয়। নির্ধারিত বাজার বাজার-মূল্যের চেয়ে ৩০ টাকা কমে তিন শতাধিক দরিদ্র ও খেটে খাওয়া মানুষে মাঝে স্বল্পমূল্যে সবজি পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের আহবায়ক তানভীর হোসেন বলেন, কালোবাজারীদের সিন্ডিকেট ভেঙ্গে দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে দাম জনগণের সহনীয় মাত্রায় না আনতে পারলে এমন কর্মসূচি অব্যাহত থাকবে। সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বিনির্মান এর এমন উদ্যোগে প্রশংসা জানিয়ে ক্রেতারা বলেন ন্যায্য মূল্যে বাজার থেকে সবজি ক্রয় করেতে পেরে অনেক অনন্দিত। ছাত্রদের এ কার্য়ক্রম  অব্যাতহ থাকলে অসাধু ব্যবসায়ীদের সিন্ডকেট ভেঙে দিতে সহায়ক হবে।

এসময় উপস্থিত ছিলেন বিনির্মাণ ছাত্র সংগঠন এর আহবায়ক তানভীর হোসেন, সদস্য সচিব শাখাওয়াত হোসেন রানা, যুগ্ম আহবায়ক ফারহান তানভীন শুভ, সাজ্জাদ সজিব, মোহাম্মদ ইসমাইল, সিনিয়র সদস্য আবদুল্লাহ আল মামুন, শরীফুল ইসলামসহ বিনির্মাণ ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ।