Saturday, January 25Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জের নাহার এগ্রোর সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন (৫০)। তার গ্রামের বাড়ী খুলনা বলে জানা গেছে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি-৩ মীরসরাইয়ের লাইন টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে মীরসরাই পল্লী বিদ্যুৎ সমিতি-৩ মীরসরাই এর এজিএম শফিকুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ডের লাইনে ডিশ কানেকশান ত্রুটি মেরামত করতে গিয়ে ২ টি লাইনের মধ্যে ১টি লাইনে বিদ্যুৎ সরবরাহ থাকায় অসতর্কতাবশত হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলে লাইন টেকনিশিয়ান আলমগীর হোসেনের মৃত্যু হয়। পরে লাশটি পোস্ট মর্টেমের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।