Thursday, December 12Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বিজয়া পূণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি ॥
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মীরসরাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিজয়া পূণর্মিলনি ও সংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার (২রা নভেম্বর ) সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মীরসরাই পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল শীলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, চট্টগ্রাম জেলা পুজা উদযাপন পরিষদ এর সাধারন সম্পাদক আসীম কুমার দেব, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মিহির নাথ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক উত্তম কুমার শর্মা, পৌর মেয়র গিয়াস উদ্দিন, সাবেক মেয়র এম শাহজাহান, সিরাজদ্দৌলা, তানভীর হোসেন তপু, সুদর্শন রায়, বিপুল দত্ত, অনির্বাণ চৌধুরী রাজিব প্রমূখ।