Sunday, January 19Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বিজয়া পুণর্মিলনী অনুষ্ঠিত

Puja Pic-02
নিজস্ব প্রতিবেদক : মীরসরাই জগদ্বীশ্বরী কেন্দ্রীয় কালী বাড়ী কমপ্লেক্সের উদ্যোগে ১১ নভেম্বর বুধবার দুপুর ১২টায় বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। বিজয়া পুনর্মিলনী উপলে আলোচনা সভা ও প্রসাদের আয়োজন করা হয়। আলোচনা সভায় শ্রীশ্রী জগদ্বিশ্বরী কালী বাড়ী কমপ্লেক্স পরিচালনা পরিষদের সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার বনিক, বর্তমান সাধারণ সম্পাদক অর্র্নিবাণ চৌধুরী রাজীব, সজল চন্দ্র শীল, রাজীব দাশ। এই সময় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি বাবু সুভাষ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, সাংবাদিক রাজিব মজুমদার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রসাদ বিতরণ করা হয়।