নিজস্ব প্রতিনিধি :: দেশব্যাপী ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয়ের পর মীরসরাই উপজেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা ও বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন ভাবে মিছিল মিটিং সমাবেশ সহ আনন্দ মিছিল করে।
মঙ্গলবার ( ৬ আগষ্ট ) সকালে বিভিন্ন কলেজের অন্ত:ত শত শত বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা সমবেত হয়ে মীরসরাই উপজেলা শহীদ মিনারে একটি সমাবেশ করে। এসময় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম, ইউসাম এর সভাপতি সালেহিন রায়হান, উত্তরণের সভাপতি আবু সাঈদ প্রমুখ । সমাবেশ শেষে শিক্ষার্থীরা মহাসড়ক প্রদক্ষিন করে।
বিএনপি : মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৬ আগষ্ট) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, উত্তর জেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল আবছার জুয়েল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ফরহাদ, পৌরসভার বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটন প্রমূখ। আবার পৃথক আরেকটি সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন সহ বিএনপির নেতৃবৃন্দ যথাক্রমে গাজী নিজাম, দিদারুল আলম মিয়াজী, শাহিনুল ইসলাম স্বপন সহ উপজেলা ও জেলা নেতৃবৃন্দ।
জামায়াত ইসলামী : আবার জামায়াতে ইসলামীর মীরসরাই পৌর আমীর সিহাব উদ্দিন এর নেতৃত্বে ছাত্র শিবির সহ পৃথক আনন্দ মিছিল করে মীরসরাই সদরে।
সমাবেশকালে বিএনপি নেতাগন বলেন, বিগত ১৬ বছর বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। সারা দেশে লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা হয়রানি মুলক মামলা গুম খুন করেও বিরোধী রাজনীতি স্তব্দ করতে পারেনি। বেগম জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে বিএনপিকে ধ্বংস করতে গিয়ে দেখ হাসিনা যেমনি দেশান্তরিত হয়েছেন তেমনি তাঁর দল আওয়ামী লীগ ও জঙ্গি ছাত্র সংগঠন ছাত্রলীগ আজ সাধারণ ছাত্রদের তোপের মুখে পড়ে নিশ্চিহ্র হওয়ার পথে। বক্তারা সকল খুন ও অপরাধী বিচার চান ।