Monday, February 10Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (২৯জুলাই) দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা হয়।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইছাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার। অন্যাণ্যের মাঝে বক্তব্য রাখেন জাসাসের উপজেলা আহ্বায়ক প্রফেসর সেলিম নিজামী, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম, দুর্গাপুর ইউনিয়ন বিএনিপর সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার, সহ সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ রেদোয়ান, উত্তর জেলা ছাত্রদলের প্রাক্তন সদস্য দিদারুল আলম, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি জামাল উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফুল আলম চৌধুরী, ১নং ওয়ার্ড সভাপতি দ্বীন ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি ধনা মেম্বার, ৪নং ওয়ার্ড সভাপতি তাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ সোহাগ, ৩নং ওয়ার্ড সভাপতি নুর জামান প্রকাশ হেঞ্জু মেম্বার, ৯নং ওয়ার্ড সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার , ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ ফারুক, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পদাক আলী হোসেন, নিজাম উদ্দিন সওদাগর, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুর আলম, যুবদল নেতা আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা তানিম ইকবাল, আজাদ প্রমুখ।