Saturday, February 8Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বাস চাপায় যুবক নিহত

roadaccient1444187779

নিজস্ব  প্রতিনিধি ॥ মীরসরাইয়ের ছোটকমলদহ এলাকায় বাস চাপায় এক যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৩টায় চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত তৌহিদুর রহমান সৌরভ (২৫) সিপি বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন। সে মীরসরাইয়ের ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের মাহমুদুর রহমানের পুত্র।

জানা গেছে, গত ২ ডিসেম্বর দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহের সিপি এলাকায় মহাসড়ক পারাপারের সময় উত্তরা পরিবহনের একটি বাস সৌরভকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে প্রেরণ করে। আইসিউতে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, দূর্ঘটনায় মৃত্যুর ব্যাপারে আমরা একটি মামলা দায়ের করবো।