Saturday, February 8Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বাসে তল্লাশি শপিং ব্যাগে ইয়াবা পাচার, যুবক আটক

11-1-300x286

নিজস্ব প্রতিনিধি

মীরসরাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনাফুনি এলাকা থেকে শপিং ব্যাগে করে ইয়াবা পাচারকালে হারুনুর রশিদ নামে এক যুবককে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। শাহী পরিবহন বাসে তল্লাশি চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নেয়ার পথে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুনকে আটক করে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী শাহী পরিবহন (ঢাকা মেট্রো গ ১৪ -৩৫০৮) করে হারুনুর রশিদ শপিং ব্যাগে কাপড় নিয়ে যাওয়ার মতো করে ১০ হাজার পিস ইয়াবা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে হাইওয়ে পুলিশ টিম। তিনি আরো বলেন, হারুন এই ইয়াবা নিয়ে সরাসরি ঢাকার বাসে না উঠে ফেনী থেকে আবার বাস পরিবর্তন করে লোকাল সার্ভিসেই ঢাকায় যাবার উদ্দেশ্য ছিল। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।