নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা ও ২নং হিঙ্গুলী ইউনিয়ন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন গত ৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রথম অধিবেশনে অমলেন্দু বিকাশ মজুমদারের সভাপতিত্বে এবং বিপুল কান্তি দত্তের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বারইয়ারহাট পৌরমেয়র নিজাম উদ্দিন, চট্টগ্রাম জেলা পূজা কমিটির সদস্য সুদর্শন রায়, মীরসরাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্মা, সাধারণ সম্পাদক অণির্বান চৌধুরী রাজিব, গণসংযোগ সম্পাদক সাংবাদিক রাজিব মজুমদার, নটবর দত্ত, জীবন কৃষ্ণ রায়, প্রদীপ দে, দুলাল সেন, অংকুর চক্রবর্তী, রতন রাজ, অমিতাভ সেন বাপ্পি, সুমন শর্মা, বাপ্পী দত্ত প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে পূজা কমিটির ২নং হিঙ্গুলী ইউনিয়ন শাখার সভাপতি অমলেন্দু বিকাশ মজুমদার, সহ-সভাপতি দুলাল চন্দ্র সেন, বিষু কুমার দে, সাধারণ সম্পাদক অশোক সেন, সহ-সাধারণ সম্পাদক সবুজ সেন, সাংগঠনিক পলাশ দে, সহ-সাংগঠনিক বাবলু সিংহসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি। বারইয়ারহাট পৌর পূজা কমিটিতে জীবন কৃষ্ণ রায়কে সভাপতি, সহ-সভাপতি সন্তোষ শর্মা, সাধন দাশ, সাধারণ সম্পাদক বিকাশ দত্ত, সহ-সাধারণ মতিলাল দাশ, সঞ্জয় চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক, কৃষ্ণ চন্দ্রকে সহ-সাংগঠনিক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।