মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : মীরসরাই উপজেলায় বজ্রপাতে কৃষকের করুণ মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম আবুল বশর (৭০)। সে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব রহমতাবাদ গ্রামের রমজান আলী পন্ডিত বাড়ির হোসেনের জামানের পুত্র। নিহত আবুল বশর ২ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক। নিহত আবুল বশর শুক্রবার (১ মে) সকালে বাড়ির পার্শ্বের ক্ষেতে ধানের বীজতলা পরিচর্যা করছিল। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয় অন্য কৃষকরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মীরসরাই উপজেলা মস্তাননগর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু তাহের ভূঁইয়া বলেন, বজ্রপাতে ১জন কৃষক মৃত্যু হয়েছে জেনেছেন।