প্রতিনিধি : মীরসরাইয়ের ১নং করেরহাট ইউনিয়নের হিঙ্গুলী মোহম্মদিয়া কমপ্লেক্সের সামনের একটি মসজিদের পুকুর থেকে শনিবার দুপুর ১২টার সময় বয়োবৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। নিহত বৃদ্ধা হালিমা আক্তার (৬০) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের জহুরুল হকের স্ত্রী।
নিহতের মেয়ে মায়া আক্তার জানান, হালিমা মানসিক ভারসাম্যহীন ছিলো। সে গত বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফেরেনি। তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি। গতকাল (৯ আগষ্ট) মহিলার লাশ উদ্ধারের খবর পেয়ে তারা জোরারগঞ্জ থানায় এসে লাশ সনাক্ত করে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই রবিউল বলেন, লাশ উদ্ধার করে থানায় আনার পর তার পরিচয় সনাক্ত করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে গ্রাম পুলিশের এক সদস্য বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।