Sunday, February 16Welcome khabarica24 Online

মীরসরাইয়ে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস

         

 

নিজস্ব প্রতিনিধি ঃ নিরাপদ খাদ্যে ভরবে দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এ শ্লোগানে মীরসরাইয়ে পালন করা হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। গতকাল ২ ফ্রেবুয়ারী দুপুর ১২টা উপজেলা প্রশসনের উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা খাদ্য নিয়ন্তন কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলি, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি ডা. জামসেদ আলম, উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার সহ প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মীরসরাই উপজেলা চত্বরে সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণ বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।