সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি ॥ মীরসরাইতে পানিতে ডুবে গতকাল বিকাল ৫টায় পৌর এলাকার জনৈক ঠিকাদার ব্যবসায়ীর একমাত্র শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায় মীরসরাই পৌরসভার প্রফেসর নিজাম উদ্দিনের বাড়ীর ইট বালু সাপাইয়ার্স ইয়াকুব আলী ভূঞার দেড় বছর বয়সের একমাত্র শিশু পুত্র ইফাজ উদ্দিন। কয়েকদিন আগে মা কামরুন্নাহার এর সাথে ইফাজ নানারবাড়ী মায়ানী ইউনিয়নের মকছুদ কেরানী বাড়ীতে বেড়াতে যায়। গতকাল দুপুরে শিশু ইফাজের পিতা ইয়াকুব ভূঞা শ্বশুর বাড়ী গিয়ে পুত্র কান্না করবে বলে ফাঁকি দিয়ে মীরসরাই চলে আসে । এদিকে শিশু ইফাজ বাবাকে খুঁজতে গিয়ে নিখোঁজ হয় । এক পর্যায়ে বাড়ীর লোকজন বিকেল ৫ টায় শিশুটির লাশ বাড়ীর পাশে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে মাতৃকা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।