Monday, February 10Welcome khabarica24 Online

মীরসরাইয়ে “পাক্ষিক খবরিকার” এ্যাওয়ার্ড ভুষিত কবির আহম্মদ নিজামী

0182

নিজস্ব প্রতিবেদক- মীরসরাই উপজেলার “পাক্ষিক খবরিকার” ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সফল চেয়ারম্যান হিসেবে “পাক্ষিক খবরিকা” এ্যাওয়ার্ড ভুষিত হন মায়ানী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী । তিনি বর্তমানে মায়ানী ইউনিয়নের বাংলাদেশ আ’লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭০ সালের ৩০ জুন পশ্চিম মায়ানী গ্রামের আবদুল জব্বার হাজী বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা-আবু জাফর,মাতা-মৃত আবিরের নেছা। পশ্চিম মায়ানী হাজী পাড়া নূরীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। ১৯৮৫ সালে আবু তোরাব উচ্চ বিদ্যালয় থেকে এস.এস সি ,নিজামপুর কলেজ থেকে ১৯৮৭ সালে এইচ.এস সি ও ১৯৮৯ সালে বিএ পাশ করেন। ১৯৯১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞান বিভাগে এস,এস এস সম্পন্ন করেন। ১৯৯২ সালে বঙ্গবন্ধু ল টেম্পল থেকে এল.এল বি প্রথম পর্ব এবং ২০০৮ সালে চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি এড কোর্স সম্পন্ন করেন।
বর্তমানে ১৩নং মায়ানী ইউনিয়নে সুনামের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।