Saturday, February 8Welcome khabarica24 Online

মীরসরাইয়ে পাকা পেঁপের ভিতরে মানুষের হাত!

pic-01 (2)

নিজস্ব প্রতিবেদক : আশ্চর্য হলেও সত্যি মীরসরাইয়ের জোরারগঞ্জে পেঁপের ভিতরে কব্জিসহ হাতের পাঁচ আঙ্গুল দেখা গেছে। মীরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড় গ্রামের মকবুল মেম্বার বাড়িতে এ আশ্চর্য ঘটনা ঘটে।
বাড়ির কর্তা মো: মোস্তফা ভূঁঞা জানান, মেয়ের শ্বশুর বাড়ী করেরহাটের পশ্চিমজোয়ার গ্রাম থেকে পাকা পেঁপে নিয়ে আসে। পাকা পেঁপে কাঁটতে গিয়ে হলুদের মাঝে সাদা কব্জিসহ পাঁচ আঙ্গুলের স্পষ্ট ছাপের এই অলৌকিক দৃশ্য দেখা যায়। এ দৃশ্য দেখার জন্য শত শত নরনারী ভিড় জমায়।