বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে পরিবার কল্যাণ সহকারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে উল্লেখ করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৩টা মীরসরাই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্ত্বরে উপজেলা পরিবার কল্যাণ সহকারী সমিতি মীরসরাই শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শ্রেণী প্রথা উঠিয়ে দেয়া সত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪ সেপ্টেম্বর ২০১৯ইং তারিখে এক স্মারকে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মূল চালিকা শক্তি সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণী চিহ্নিত করে অধিদপ্তর কর্তৃক পত্র জারি করায় এই কর্মসূচির মাধ্যমে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ৩য় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী করে তাদের অবমাননা করা হয়েছে। জারিকৃত পত্র অবিলম্বে প্রত্যাহার করার অনুরোধও জানান তারা।
এ সময় উপ¯ি’ত ছিলেন পরিবার কল্যাণ সহকারী সমিতির কেন্দ্রীয় সহ-মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম। আরো উপ¯ি’ত ছিলেন পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি রাশেদা আক্তার, সাধারণ সম্পাদক খালেদা আক্তার, সহ-সভাপতি জিনুফা ইয়াছমিন, সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াছমিন, সহ সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা রিমা, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা হোসাইন, অর্থ সম্পাদক মিথিলা চন্দ্র, প্রচার ও দপ্তর রোকেয়া বেগম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, সদস্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন রুবিনা আক্তার ও রুজিনা আক্তার প্রমুখ।