Wednesday, February 12Welcome khabarica24 Online

মীরসরাইয়ে নিরাপদ প্রাণীজ আমিষের নিশ্চয়তা প্রদানে প্রাণী সম্পদ বিভাগের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক ঃ প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিরাপদ প্রাণীজ আমিষের সরবারহ নিশ্চিতের লক্ষ্যে এবং ঈদ-উল-আযহা ২০১৮ উপলক্ষে গবাদিপশু হৃষ্ট-পুষ্টকরণে ষ্টেরয়েড হরমোন ব্যবহারে ক্ষতিকর প্রভাব বিষয়ে ষ্টকহোল্ডারদের সাথে উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্দ্যোগে এক মত বিনিময় সভা ৬জুন (বুধবার) বিকাল ৫টায় উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়স্থ মিলনায়তনে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রেয়াজুল হক সভাপতিত্বে এবং উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দারের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্যানেল চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী আরো উপস্থিত ছিলেন সেমিনার পরিচালনাকারী ডাঃ আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল ইসলাম, মীরসরাই থানার ওসি সাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, মৎস কর্মকর্তা মাহমুদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ মাহমুদ, নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ গনমান্য ব্যক্তিবর্গ। সবশেষে উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে ইফতারও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে ডাঃ জামশেদ আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।