সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে নিচু এলাকা প্লাবিত, ঢুবে গেছে রাস্তাঘাট

খবরিকা ডেস্ক :

টানা বর্ষণের ফলে পাহাড়ী ঢলে ডুবে গেছে মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট । মঙ্গলবার ( ২ জুলাই) বিকেল নাগাদ অনেক এলাকার রাস্তাঘাট এখনো পানির নীচে রয়েছে। এখনো বড় ধরনের ক্ষতি না হলে ও বর্ষন অব্যাহত থাকলে বাড়তে পারে ক্ষয়ক্ষতি।

সরেজমিনে প্রাপ্ত তথ্যে জানা গেছে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে ও ভারি বর্ষন অব্যাহত। বিশেষ করে মঙ্গলবার ( ২ জুলাই) ভোর থেকে লাগাতার ভারি বর্ষনের ফলে পাহাড়ী ঢলে ডুবে গেছে মীরসরাই পৌরসদরের ষ্টেডিয়াম টু তালবাড়িয়া সড়কটি। এতে নিয়মিত পথচারি ও যানবাহনগুলো রাস্তার উপর উঠে যাওয়া হাটুপানিতে যাতায়াত করতে হচ্ছে। এই বিষয়ে উক্ত এলাকা মীরসরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর এবায়দুর রহমান বলেন ভারী বৃষ্টি হলে এখানে প্রায়ই সবই ঢুবে যায়। একদিকে নিচু রাস্তা অপরদিকে পানি অপসারনের ব্যবস্থা না থাকায় এমনটা হচ্ছে বলেন স্বীকার করেন তিনি।