সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সেমিনার সম্পন্ন

নিজস্ব সংবাদদাতাঃ মীরসরাইয়ে নগর উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সেমিনার সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিনের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, উপজেলা আ’লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর ভূইয়া, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক আহমেদ আখতারুজ্জামান সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনির্ভাসিটি শিক্ষকবৃন্দ।
উক্ত সেমিনারে বক্তারা মীরসরাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা, ভুমি ব্যবস্থানা, নগর উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পরিকল্পিত নগর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন।