Monday, February 10Welcome khabarica24 Online

মীরসরাইয়ে দুর্বার বিতর্ক উৎসবের ড্র সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসব। জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন এর উদ্যোগে অায়োজিত এ বিতর্ক উৎসবে অংশ নিবে মীরসরাই ও সীতাকুন্ড উপজেলার অাট কলেজ। ২৪ মার্চ শনিবার সদরের পার্কইন রেস্টুরেন্টে এ প্রতিযোগিতার ড্র ও অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর মাঝে বিতর্কের বিষয় প্রদান করা হয়। সংগঠনের সভাপতি হাসান মো. সাইফ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা মিশকাতের রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজের অধ্যাপক সৈয়দা শামসুন নাহার, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক অাবু মো: কায়সার, বারৈয়ারহাট ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজ উদ্দীন , জোরারগঞ্জ মহিলা কলেজের প্রভাষক সাগরিকা বগুয়া, পাক্ষিক খবরিকার সস্পাদক মাহবুবুর রহমান পলাশ, চলমান মীরসরাইয়ের সম্পাদক শাহাদাত হোসাইন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এম মাঈন উদ্দীন ও বিতর্ক উৎসবের আহ্বায়ক নাহিদুল আনসার।

এসময় আরো উপস্থিত ছিলেন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ফরহাদ উদ্দীন, বারইয়ারহাট কলেজের প্রভাষক সাইদুর রহমান, প্রভাষক আমজাদ হোসেন, দৈনিক পূর্বদেশের সাংবাদিক এম আনোয়ার হোসেন, সিপ্লাস টিভির সাংবাদিক বাবলু দে, দৈনিক ইনফো বাংলার সাংবাদিক ইমাম হোসেন, সাংবাদিক সানাউল রনি, সাংবাদিক মো.রাহাদ, দুর্বারের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ উদ্দীন, সহ-অর্থ সম্পাদক আলী হায়দার চৌধুরী,সহ-দপ্তর সম্পাদক বোরহান উদ্দীন প্রমুখ।অংশগ্রহণকৃত প্রতিষ্ঠানগুলো হল নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ, বারৈয়ারহাট ডিগ্রী কলেজ, জোরারগঞ্জ মহিলা কলেজ, সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজ ও বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজ।