নিজস্ব প্রতিবেদক: মীরসরাইয়ের মলিয়াইশে শেষ হল দু মাসব্যাপী ফুটবল উৎসব। অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক
সংগঠন দুর্বার প্রগতি সংগঠন এর উদ্যোগে পবিত্র
ঈদুল ফিতরের পরের দিন থেকে শুরু হওয়া দুর্বার
প্রিমিয়ার লীগ (ফুটবল)-২০১৬ গত ১৪ সেপ্টেম্বর
মলিয়াইশের মাঠে মেহেদী হাসান জিকুর
মালিকানাধীন লায়ন হারটার্স এর শিরোপা জয়ের
মধ্য দিয়ে শেষ হয়। দুর্বার’র শিরোপা জয়ের লড়াইয়ে
টাইব্রেকারে ১-০ গোলে পরাজিত হয় বেলাল
হোসেনের মালিকানাধীন পাস্তোরাল
চ্যালেঞ্জার্স। সহস্র ফুটবল প্রেমী উৎসুক জনতার
সমাগম ঘটে এ খেলায়।
বাঁশি, ভুবুজেলা, প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন, মুখোশ পরে বর্ণিল সাজে সেজে আসে দর্শকরা। মাঠে ছিল পাস্তোরাল-
লায়ন সমর্থকদের মুহুর-মুহুর করতালি ও চিৎকার। এ ফাইনাল খেলায় দুই
ফাইনালিস্ট দলকে শুভেচ্ছা জানাতে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা
আই.টি.বিশেষজ্ঞ ও নিজামপুর বিশ্ববিদ্যালয়
কলেজের সভাপতি মাহবুব রহমান রুহেল। এ সময়
শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন – প্রত্যন্ত
অঞ্চলের তরুন ফুটবলারদের সুন্দর খেলায় আমি
অভিভূত – ঈদের আনন্দে দুর্বারের এ নান্দনিক
ফুটবল উৎসব আমাকে ও আনন্দ দিয়েছে। সুন্দরের প্রচেষ্টায় দুর্বারদের অগ্রযাত্রা আরও বেশি বেগবান হোক – তিনি
এ প্রত্যাশা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা মিশকাতের রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি
হাসান মো. সাইফ উদ্দীন। ফাইনাল ম্যাচে অতিথি
হিসেবে আরো উপস্থিত ছিলেন মীরসরাই
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান
ফেরদৌস হোসেন আরিফ, মীরসরাই পৌরসভার
মেয়র মো. গিয়াস উদ্দীন, বিশিষ্ট নজরুল
গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দীন, মঘাদিয়া ইউ.পি
চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, আমরা
মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই ইউনিট এর সভাপতি
নয়ন ধুম, বিশিষ্ট ছাত্রনেতা শাহাদাত হোসেন রাজন, মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজীব মজুমদার, জোরারগঞ্জ মার্সেল শো-রুম এর স্বত্তাধিকারী মেজবা-উল আলম বাবুল, মীরসরাই সিঙ্গার শো-রুম এর ম্যানেজার সুজন কুমার দে, মীরসরাই প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম. আনোয়ার হোসেন প্রমুখ। খেলার শেষ পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ। ফাইনাল খেলা পরিচালনা করেন, মহিবুল হাসান সজীব, অসীম কে. চৌধুরী ও আহাদ উদ্দীন এবং ধারাভাষ্য দেন নাহিদুল আনসার। এ লীগ টুর্নামেন্ট নিবন্ধিত ১৬০ জন খেলোয়াড় নিয়ে ৮ দলের অংশগ্রহণে শুরু হয় এবং এতে রানার্স আপ হয় পাস্তোরাল চ্যালেঞ্জার্স ও তৃতীয় স্থান নির্বাচিত হয় সাইদুল ইসলামের মালিকানাধীন রাইভ্যাল সোলজার্স। খেলার অনলাইন মিডিয়া পার্টনার মীরসরাই নিউজ টুয়ান্টিফোর ডটকম কে সংগঠন কর্তৃক সম্মাননা প্রদান করা হয়।