Monday, February 10Welcome khabarica24 Online

মীরসরাইয়ে দক্ষিণ আমবাড়িয়া গ্রামে ছরা ও সাঁকো মেরামত

sAko meramot

রেজা তানভীর:

মীরসরাইয়ের ১২ নং খৈয়াছরা ইউনিয়নের দক্ষিন আমবাড়িয়া গ্রামের পূর্বপার্শ্বে চলছে সাঁকো মেরামত।রেললাইনের পাশে একটি একটি ছোট সাঁকো দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকার পর সম্প্রতি সাঁকোটির মেরামতের কাজ শুরু হয়েছে।স্থানীয় লোকজনের সহায়তায় এই কাজটি চলছে। উল্লেখ্য,প্রতিদিন কয়েকশো মানুষ এই সাঁকো দিয়ে চলাফেরা করত।দীর্ঘদিন সাঁকোটি বন্ধ থাকায় এখানকার কৃষকদের জন্য ফসল নিয়ে আসা ও খেতে খামারে যাওয়া কষ্টসাধ্য হয়ে আসছিল।সাঁকোটি চালু হওয়ায় গরু নিয়ে যাওয়া -আসায়ও অনেকখানি সুবিধা হবে জানালেন স্থানীয় বাসিন্দারা।