নিজস্ব সংবাদদাতা ॥ মীরসরাইয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচি তথ্য কমিশন এর অধিনে গতকাল বুধবার উপজেলা অডিটরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য কমিশন এর উপ-পরিচালক (প্রশাসন) সিরাজুল ইসলাম খান, আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও সাংবাদিক সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য কমিশন এর উপ-পরিচালক (প্রশাসন) সিরাজুল ইসলাম খান বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকারী, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারী ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাইবে, দুর্নীতা হ্রাস পাইবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। এবং এই সময় তথ্য কমিশনের বিভিন্ন তথ্য বিষয়ে আলোচনা করেন তিনি।