মীরসরাই প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর এলাকার দারোগা বাড়িতে ডাকাতির চেষ্টা কালে একজনকে আবার পৃথক ঘটনায় সোনাপাহাড় এলাকায় পিতার অভিযোগে এক পুত্রকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার ( ৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার সময় এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর এলাকার দারোগা বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঘরে ঢুকে অতর্কিতে ডাকাত দলের কয়েকজন সদস্য স্প্রে’র মাধ্যমে একই পরিবারের ছয়-সাতজনের (নাম জানা সম্ভব হয়নি) উপর হামলা করে। এতে কয়েকজন তাৎক্ষনিক অজ্ঞান হয়ে পড়ে বাকীরা চিৎকার শুরু করলে প্রতিবেশী পর্যায়ক্রমে এলাকাবাসীরা ছুটে এসে ডাকাত দলকে ধাওয়া করে। ডাকাত দলের এক সদস্যকে এলাকাবাসী আটক করতে সক্ষম হলেও বাকীরা পালিয়ে যায়। এসময় এলাকাবাসীর গনধোলাইয়ে এক ডাকাত আহত হলে, জোরারগঞ্জ থানার পুলিশ টিম এসে তাকে উদ্ধার করে স্থানীয় মস্তান নগর হাসপাতালে ভর্তি করে। জ্ঞান না ফেরায় এখন পর্যন্ত তার নাম জানা সম্ভব হয়নি। অপরদিকে ডাকাতের হামলায় আহতদের স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে জোরারগঞ্জ থানার এস আই মো: আলমগীর হোসাইন জানান, এলাকাবাসী ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে। ডাকাতরা একই পরিবারের ছয়-সাত জন সদস্যকে অজ্ঞান করার স্প্রে’র মাধ্যমে আক্রমন করে। এতে তারা আহত হলেও প্রাথমিক চিকিৎসা নেয়ার পর সবাই সুস্থ্য আছে। আটককৃত ডাকাতকে স্থানীয় মস্তাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে তারা ডাকাতির প্রস্তুতি নিয়ে এসেছে, তবে একজন ছাড়া বাকীরা পালিয়ে গেছে। আটককৃত ডাকাত সদস্যের জ্ঞান ফেরার পর জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে জানান এস আই আলমগীর। এদিকে পৃথক ঘটনায় জোরারগঞ্জ থানার সোনাপাহাড় গ্রামের আলমগীর হোসেন ( ৫০) তার পুত্র রবিউল হোসেন ( ২৭) এর বিরুদ্ধে মাতাল হয়ে পিতাকে মারধর সহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে প্রদান করলে জোরারগঞ্জ থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম তাকে আটক করে নিয়ে আসে। এই বিষয়ে এস আই সিরাজুল জানান আটককৃতকে শীঘ্রই জেল হাজতে পাঠানো হবে। এলাকাবাসী আরো অভিযোগ প্রদান করে উক্ত রবিউল এলাকায় মাদক সহ বিভিন্ন অপরাধ এর সাথে সম্পৃক্ত। কেউ কেউ জানায় এলাকায় অস্ত্রের মহড়ার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে।