সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মীরসরাই প্রতিনিধি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারের বাইপাস এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন মৃত্যু হয়। এছাড়া আরো ৪জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ।
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এস আই ফরিদ উদ্দিন জানান গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় মিঠাছরা এলাকার বাইপাসে চট্টগ্রামমুখি ট্রাক নং ঢাকামেট্রো -ট- ১৬-৯১৭২ কে রং সাইড দিয়ে আসা বিপরীতমুখি পিকআপ নং ঢাকা মেট্রো ড ১৪-৪২২০ মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাসকে সাইড দিতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপার মোহাম্মদ আলমগীর (২৪) কে মন্তাননগর হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত ডা: আলাউদ্দিন তাকে মৃত ঘোষণা করে। এছাড়া ট্রাকচালক এবায়দুলাহ (২৮), পিকআপ চালক রহিমুলাহ (৩৪) ও আব্দুল হক (২৩) সহ আহত ৪ জনকে মিঠাছরা জেনারেল হাসপাতাল ও পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাইওয়ে পুলিশের এসআই মহসিন আলী জানায় নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি তাদের হেফাজতে জোরারগঞ্জ ফাঁড়িতে নেয়া হয়েছে।