সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে আহত-৩

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে তিনজন আহত হয়েছে। ২ জানুয়ারি (শুক্রবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এঘটনা ঘটে। সূত্রে জানা যায়, মহাসড়কের একই লেনে বিপরীত মুখী ট্রাক ও কাভার্ডভ্যান প্রবেশ করায় মুখোমুখী এ সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতরা হলো চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বেলাল হোসেনের ছেলে মোঃ হানিফ (২৮), খুলনা দৌলতপুর উপজেলার হারুন মাতুব্বরের ছেলে মোঃ জুয়েল (২৬), এবং একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিপন উদ্দিন (৩৩)। দূর্ঘটনা কবলিত গাড়ী দুটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।