নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে ট্রাক উল্টে মো: সোহেল (৩২) নামের একজন যাত্রী নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরো ৭জন ট্রাকযাত্রী। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান জানান, রাত ৩টার দিকে ঢাকা-নারায়নগঞ্জের একটি কাঁচ ও লৌহজাত সামগ্রীবাহী ট্রাক জামালের দোকান এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঐ সময় ঘটনাস্থলে গিয়ে ৮জন আহত যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে মো: সোহেল নামের আহত এক যাত্রী মারা যায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।