রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে দুই আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ সিএনজি আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের সিপি বাংলাদেশ লিমিটেড কারখানার সামনে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের দেলোয়ার হোসেন বাড়ির মনিরুল হকের পুত্র কৃষক ফখরুল হাসান সবুজ (৩০) এবং একই গ্রামের এরশাদ উল্লাহ ড্রাইভার বাড়ির ফজলুল হকের পুত্র প্রবাসী মুজিবুল হক মিয়ন (৩২)। নিহতরা সিএনজি অটোরিক্সা যাত্রী।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সাথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন মহাসড়ক সিপি বাংলাদেশ লিমিটেড কারখানার সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিক্সা যাত্রী সবুজ (২৮) এবং মিয়ন (৪৫) ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পুলিশ হেফাজতে আনা হয়েছে।