সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে জনতার কাঠগড়ায় দাঁড়ালেন প্রার্থীরা

IMG_3093 copy

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে আসন্ন উপজেলা নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা সাধারণ জনগণের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। বুধবার (১২ ফেব্র“য়ারি) উপজেলা টিডিসি হলে সুজন (সুশাসনের জন্য নাগরিক) মীরসরাই উপজেলা শাখা সাধারণ জনগণকে প্রার্থীদের প্রশ্ন জিজ্ঞেস করার এ সুযোগ করে দেন। প্রার্থীদের কাছ থেকে নিজেদের মনের সুপ্ত প্রশ্নটির উত্তর পেতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সাধারণ মানুষরা। অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থীরা প্রত্যেকে তিনটি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রত্যেকে একটি করে প্রশ্নের উত্তর দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সুজন মীরসরাই উপজেলা কমিটির সভাপতি ডা. জামশেদ আলম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এমকে ভূঁইয়া, পৌর মেয়র এম শাহজাহান, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, শিক্ষক সুভাষ সরকার প্রমুখ।