নিজস্ব প্রতিনিধি ॥
চট্টগ্রামের মীরসরাইয়ে আবুতোরাব শ্রীশ্রী জগন্নাথ ধাম, শিব মন্দির ও কালী মাতা বিগ্রহ বাড়ীর ৫দিন ব্যাপী (১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত )শতবর্ষ পূতি উৎসব বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শোভাযাত্রার উদ্বোধন করেন সীতাকুন্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ। পরে আলোচনা সভায় জগন্নাথ ধাম শতবর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক মনোরঞ্জন দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব বিনয় ভূষণ বণিকের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সাবেক ট্রাষ্টি জিতেন্দ্র প্রসাদ নাথ (মন্টু), চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মিহির কান্তি নাথ, ১১নং মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানে ‘জগন্নাথ শতাব্দী’ নামক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী, উপজেলা নির্বাহী কর্মকতা জিয়া আহমেদ সুমন, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র বণিক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, দানবীর স্বপন চৌধুরী, সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম খুলশী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নিয়াজ মোর্শেদ এলিট, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মীরসরাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্মা, মীরসরাই জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার প্রমুখ। ৫ দিন ব্যাপী শতবর্ষ পূর্তি উৎসবে নামযজ্ঞ মহোৎসব, নাটক, নৃত্যানুষ্ঠান, মহাপ্রসাদের আয়োজন করা হয়।